বাংলায় পিএইচপি

কন্ট্রোল স্ট্রাকচারস

কন্ট্রোল স্ট্রাকচার – নাম শুনেই আন্দাজ করা যায় কন্ট্রোল রিলেটেড ব্যাপার । একটা পিএইচপি প্রোগ্রামের ফ্লো কন্ট্রোল করাই কন্ট্রোল স্ট্রাকচারের কাজ । আমরা জানি পিএইচপিতে আমাদের কোড লাইন বাই লাইন এক্সিকিউট করা হয় । কখনো কখনো আমাদের এই এক্সিকিউশন কোন শর্তের উপর নির্ভর করে । শর্ত সাপেক্ষে প্রোগ্রাম এর কোন অংশটুকু পিএইচপি এক্সিকিউট করবে সেটা আমরা এই কন্ট্রোল স্ট্রাকচারগুলোর মাধ্যমে নির্ধারণ করে দিবো ।

কোড ব্লক

পিএইচপিতে আমরা কয়েকটা স্টেটমেন্টকে একটা গ্রুপ কিংবা ব্লক আকারে ডিফাইন করতে পারি কার্লি ব্রেইস ({ }) ব্যবহার করার মাধ্যমে । ব্লক তৈরি করার সুবিধা হলো যখন কোন শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কিছু স্টেটমেন্ট রান করতে হয় তখন আমরা ঐ স্টেটমেন্টগুলোকে একটি কোড ব্লকে রেখে পিএইচপি কে বলে দেই অমুক ঘটনা সত্য হলে এই কোড ব্লকের ভিতরে রাখা স্টেটমেন্ট রান করতে । কন্ট্রোল স্ট্রাকচারের সাথে কোড ব্লকের সম্পর্ক গভীর ।

ইফ, এলস (If, Else)

কোন একটি বিশেষ শর্ত সাপেক্ষে কোন কোড ব্লক এক্সিকিউট করতে আমরা ইফ, এলস ব্যবহার করি । ইফ এর পরে আমরা একটি এক্সপ্রেশন দেই, এটি যদি সত্য হয় (অর্থাৎ এটার বুলিয়ান ভ্যালু true হয়) তাহলে ইফ ব্লক রান করে । যদি আমরা সাথে একটি এলস ব্লকও দিয়ে দেই, তাহলে ইফ স্টেটমেন্ট false হলে এই বিকল্প ব্লক টি রান করে ।

উদাহরণ:

<?php

$age = 10; 

if($age > 18) {
    echo "You are an adult!";
} else {
    echo "You are not an adult yet!";
}

এখানে আমরা একটি ভ্যারিয়েবল নিয়েছি $age এরপর ইফ ব্লকে আমরা চেক করছি এই ভ্যারিয়েবল এর মান ১৮ অপেক্ষা বেশি কিনা । যদি ১৮ অপেক্ষা বেশি হয় তাহলে প্রথম ব্লক রান করবে । যদি না হয় তবে দ্বিতীয় ব্লক । উপরের কোডটি রান করলে আমরা দেখবো এলস ব্লক রান করেছে কারন এই ভ্যারিয়েবল এর মান আমরা শুরুতেই ১০ নির্ধারণ করে দিয়েছি যেটা নি:সন্দেহে ১৮ থেকে বড় না ।

আমরা চাইলে একাধিক শর্তও যোগ করতে পারি elseif ব্যবহার করে । এসব ক্ষেত্রে প্রথমে ইফ ব্লক চেক করা হবে, এটা যদি সত্য না হয় তাহলে এলসইফ ব্লকগুলো একটা একটা করে চেক করা হবে । যদি কোনটাই true না হয় তাহলেই এলস ব্লকের কোড রান করবে । যেমন:

<?php
if ($a > $b) {
    echo "a is bigger than b";
} elseif ($a == $b) {
    echo "a is equal to b";
} else {
    echo "a is smaller than b";
}

পুনশ্চ: একটি ইফ বা এলস কোড ব্লকের মধ্যে চাইলে আরো ইফ এলস ব্লক যোগ করা যায় । এটাকে নেস্টেড ব্লক বলা হয় ।

হোয়াইল লুপ (While)

লুপ কি জিনিস তা আমরা সবাই কম বেশি জানি । হোয়াইল লুপের কাজ হচ্ছে আমাদের দিয়ে দেওয়া এক্সপ্রেশন যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষন পর্যন্ত সাথে দেওয়া কোড ব্লকটি এক্সিকিউট করা । প্রতিবার লুপ এর শুরুতে ঐ এক্সপ্রেশনটি পিএইচপি চেক করবে, যদি সত্য হয় তাহলে কোড ব্লকটি রান করবে, কোড ব্লক রান করা শেষ হলে সে আবার এক্সপ্রেশনটি চেক করবে – এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ঐ এক্সপ্রেশন true রিটার্ন করবে । সুতরাং আমরা বুঝতে পারছি যদি আমাদের লুপ ভেঙ্গে বের হতে হয় তাহলে এমন কোন পরিবর্তন আনতে হবে যাতে ঐ এক্সপ্রেশন এর ভ্যালু আর সত্য না হয় । উদাহরণ দেখে নেই:

<?php

$i = 1;
while ($i <= 10) {
    echo $i++;  
}

echo "I am outside the loop";

এই উদাহরণে দেখুন, আমরা শুরুতে $i এর ভ্যালু দিয়েছি ‍১ । এরপর হোয়াইল লুপে শর্ত দিয়েছি যে $i এর ভ্যালু যতক্ষন ১০ এর ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত যেন সে কোড ব্লকটি রান করে । লক্ষ্য করুন এই কোড ব্লকের ভিতরে আমরা $i এর ভ্যালু শুধু আউটপুটই দেইনি, সেই সাথে এটার ভ্যালু ১ করে বাড়িয়ে দিয়েছি । প্রতিবার লুপের শুরুতে পিএইচপি চেক করবে ভ্যারিয়েবলটার ভ্যালু ১০ থেকে কম কিনা, এরপর সে ভ্যালুটা আউটপুট দিয়ে সাথে ১ যোগ করে দিবে । এভাবে লুপ চলতে চলতে একটা সময় এসে$i এর ভ্যালু বাড়তে বাড়তে ১০ এর বেশি হয়ে যাবে । তখন আর হোয়াইল লুপে দেওয়া শর্ত সত্য থাকবে না, পিএইচপি তখন লুপ থেকে বের হয়ে পরবর্তী কোড এক্সিকিউট করা শুরু করবে ।

ডু-হোয়াইল লুপ (do-while)

আমরা দেখেছি হোয়াইল লুপ প্রথমেই শর্তটি চেক করে । যদি সত্য হয় তবেই সে কোড ব্লক রান করে । যদি এমন হয় যে প্রথমবারেই শর্তটি মিথ্যা হলো, তখন? তখন আর কোড ব্লকটি একবারো রান করবে না । ডু-হোয়াইল লুপের ব্যাপারটা একটু ভিন্ন । এখানে আমরা প্রথমে কোড ব্লক দিয়ে দেই, পিএইচপি এটা রান করে আগে, এরপর হোয়াইল লুপের কন্ডিশন টা চেক করে । যদি সত্য হয় তাহলে আবার কোড ব্লক রান করে, সত্য না হলে লুপ ভেঙ্গে বের হয়ে যায় ।

যেহেতু ডু-হোয়াইল লুপে কোড ব্লক প্রথমে রান করে এবং এক্সপ্রেশন এর ভ্যালু পরে চেক করা হয় তাই নিশ্চিতভাবে বলা যায় যে প্রদত্ত কোড ব্লকটি অন্তত একবার রান করবেই । ঠিক এই একবার রান করা নিশ্চিত করার জন্যই হোয়াইল এর পরিবর্তে ডু-হোয়াইল ব্যবহার করা হয় ।

কোড এক্সাম্পল দেখে নেই:

<?php
$i = 0;
do {
    echo $i;
} while ($i > 0);

দেখুন এখানে $i এর ভ্যালু ০ অপেক্ষা বেশি না হলেও কোড ব্লকটি রান করে এবং ০ আউটপুট দেয় ।

ফর লুপ (for)

এটা একটু তুলনামূলকভাবে জটিল লুপ । এখানে আমরা ৩টা এক্সপ্রেশন দিয়ে দেই –

  • প্রথমটা যখন প্রথমবার লুপ শুরু হবে তখন রান করা হবে ।
  • ২য় টা হচ্ছে লুপের মূল শর্ত, হোয়াইল লুপের মত প্রতিবার লুপ শুরু হওয়ার সময় এটা চেক করা হবে । এটার বুলিয়ান ভ্যালু true হলেই কেবল লুপটি চলবে ।
  • ৩য়টা প্রতিবার কোড ব্লক শেষ করে রান করা হয় ।

আমরা খুব সিম্পল একটা উদাহরণ দেখে নেই:

<?php
for ($i = 1; $i <= 10; $i++) {
    echo $i;
}

এখানে,

  • $i = 1 এটা লুপ প্রথমবার শুরু হওয়ার সময়ই রান করবে । অর্থাৎ আমরা $i এর ভ্যালু ১ সেট করে নিলাম ।
  • এবার হলো শর্ত পরীক্ষা করার পালা । প্রতিবার লুপের শুরুতে চেক করা হবে $i এর ভ্যালু ১০ এর সমান কিংবা কম আছে কিনা । থাকলে কোড রান করবে, না হলে লুপ শেষ করে বের হয়ে যাবে ।
  • প্রতিবার লুপ শেষে আমরা ভ্যারিয়েবলটির ভ্যালু ১ করে বাড়িয়ে দিচ্ছি যাতে একটা সময় গিয়ে এটার ভ্যালু ১০ এর বেশি হয় ।

সংক্ষেপে এটাই হলো ফর লুপের কাহিনী । আমরা চাইলে যে কোন এক্সপ্রেশন ফাকা রাখতে পারি । যদি আমরা ভুলে বা ইচ্ছাকৃতভাবে ২য় এক্সপ্রেশনটি ফাকা রাখি, সেক্ষেত্রে ফর লুপটি চলতেই থাকবে কেননা এটি কতক্ষন পর্যন্ত চলতে হবে সেই নির্দেশনটা আমরা পিএইচপি কে দেই নি ।

ফর-ইচ লুপ (foreach)

কোন এ্যারে থেকে ভ্যালুগুলোকে একটা একটা নিয়ে কাজ করার জন্যই ফর-ইচ লুপ ব্যবহার করা হয় । এই লুপের এক্সপ্রেশন হিসেবে আমরা বলে দেই একটি এ্যারে থেকে কিভাবে প্রতিটা আইটেম নিতে হবে । এরপর সেই নির্দেশনা অনুযায়ী পিএইচপি আইটেমগুলোকে একটা একটা করে আমাদের কোড ব্লকে পাস করে । প্রতি লুপে এভাবে আমরা এ্যারের একেকটি আইটেম পাই । যতক্ষণ পর্যন্ত ঐ এ্যারের সবগুলো আইটেম একবার করে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপ চলতেই থাকবে ।

আমরা আমাদের এক্সপ্রেশন এ বলে দিতে পারি যে আমরা কি শুধু এ্যারের ভ্যালুটা চাই নাকি ইনডেক্স ভ্যালু দুটোই চাই । নিচের উদাহরণ দেখি:

<?php

// এই উদাহরণে শুধুই আইটেম টি নিবো
$arr = array(1, 2, 3, 4);
foreach ($arr as $value) {
    echo $value;
}

// এখানে আমরা ইনডেক্স এবং ভ্যালু দুটোই নিবো
$arr2 = array("a" => "abdullah", "b" => "bahar");
foreach($arr2 as $k => $v) {
    echo $k. "=". $v;
}

প্রথম উদাহরণে আমরা পিএইচপিকে বলে দিচ্ছি $arr এ্যারে থেকে একেকটি আইটেম নিয়ে সেটিকে $value ভ্যারিয়েবলে রাখতে । এরপর কোড ব্লকটি রান করতে । ২য় উদাহরণে, আমরা বলে দিচ্ছি ইনডেক্স এর ভ্যালু টা $k এবং আইটেম এর ভ্যালুটা $v ভ্যারিয়েবলে রেখে কোড ব্লকটি রান করাতে ।

সুইচ (switch)

সুইচ ব্যবহার করে আমরা খুব সহজে কোন একটা এক্সপ্রেশন এর ভ্যালুর উপর নির্ভর করে অনেকগুলো সিদ্ধান্ত থেকে এক বা একাধিক বেছে নিতে পারি । এর আগে আমরা ইফ-এলস, এলস-ইফ এর ব্যবহার দেখেছি । যখন অনেকগুলো শর্ত পরপর চেক করার প্রয়োজন হয় তখন আমরা এলস-ইফ ব্যবহার করি, অনেকটা নিচের মত করে –

<?php
if ($i == 0) {
    echo "i equals 0";
} elseif ($i == 1) {
    echo "i equals 1";
} elseif ($i == 2) {
    echo "i equals 2";
}

সাধারনত এরকমভাবে একগাদা এলস-ইফ ব্লক এ্যভয়েড করার জন্য সুইচ পারফেক্ট । এখানে আমরা কয়েকটা কন্ডিশন চেক করছি, প্রথমে দেখছি $i এর ভ্যালু শুন্য কিনা, এরপর চেক করছি এটির মান ১ কিনা, এরপর আবার দেখছি ২ কিনা । সুইচ এর মাধ্যমে এভাবে বার বার চেক না করে, একবারেই চেক করে মান অনুসারে সিদ্ধান্ত নেওয়া যায় । উপরের কোডই আমরা সুইচ ব্যবহার করে এভাবে লিখতে পারি –

<?php
switch ($i) {
    case 0:
        echo "i equals 0";
        break;
    case 1:
        echo "i equals 1";
        break;
    case 2:
        echo "i equals 2";
        break;
}

এখানে, আমরা $i এর ভ্যালুর উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নিবো তাই এটাকে সুইচ এ পাস করা হয়েছে । এরপর আমাদের কোড ব্লকের ভিতরে কতগুলো caseবা সম্ভাব্য ঘটনা বিচার করা হয়েছে । case এর সাথে আমরা প্রত্যাশিত ভ্যালু দিয়ে একেকটি কেইস ডিফাইন করি । যেমন, case 0 মানে হলো $i এর মান যখন 0 হবে তখন এই কেইসটি সত্য । এরপর কোলন (:) দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কোড লিখি । এখানে আমরা একটা আউটপুট দিয়ে রেখেছি । এরপর যে কোন কেইস মিলে গেলে আমরা চাই সুইচ ব্লক থেকে বের হয়ে যেতে, তাই break এর ব্যবহার । break সম্পর্কে আমরা একটু পরেই জানবো । আপাতত জেনে রাখি, কোন কেইস এর পর ব্রেক না থাকলে ঐ কেইসটি ম্যাচ করেই পিএইচপি থেমে যাবে না, বরং পরবর্তী কেইসগুলাও ম্যাচ করে দেখবে । একাধিক কেইসও এভাবে ম্যাচ করা সম্ভব । তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা চাইবো একটি কেইস ম্যাচ করলে সুইচ থেকে বের হয়ে যেতে ।

ব্রেক (break)

যে কোন ধরণের কন্ট্রোল স্ট্রাকচার থেকে বের হয়ে আসতে ব্রেক ব্যবহার করা হয় । যেমন:

<?php
$array = ["a", "b", "c", "d"];
foreach($array as $val) {
    echo $val;
    if($val == "b") {
        break;
    }
}

এই উদাহরণে আমরা দেখছি, এ্যারে থেকে সবগুলো আইটেম নেওয়ার আগেই লুপটি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ যখনই আইটেম এর ভ্যালু b হচ্ছে তখনই আমরা breakস্টেটমেন্ট ব্যবহার করে লুপ থেকে বের হয়ে আসছি । ফলে বাকি আইটেমগুলো আর আউটপুটে আসছে না ।

কন্টিনিউ (continue)

ব্রেক এর কাজ লুপ থেকে বের হয়ে যাওয়া, কন্টিনিউ এর কাজ বর্তমান লুপের বাকি অংশ স্কিপ করে সরাসরি পরবর্তী লুপ শুরু করা ।

<?php
for ($i = 0; $i < 5; ++$i) {
    if ($i == 2) {
        continue; 
    }
    print "$i\n";
}

এই কোডটি রান করলে 2 আউটপুটে আসবে না, কারণ যখনই $i এর ভ্যালু ২ হবে তখনই পিএইচপি কন্টিনিউ স্টেটমেন্টটি দেখবে । তখন আর কোড ব্লকের বাকি অংশ রান না করেই পরবর্তী লুপে প্রবেশ করবে । তাই print "$i\n"; এই অংশটি ২ এর বেলায় এক্সিকিউট করা হবে না, আউটপুটেও তাই ২ আসবে না । অর্থাৎ লুপিং এর সময় কন্টিনিউ ব্যবহার করলে পিএইচপি সাথে সাথে ব্লকের বাকি অংশ স্কিপ করে পরবর্তী আইটেমে চলে যায় ।

এক্সারসাইজ

  1. একটা স্ক্রিপ্ট লিখেন যেটা চলতি মাসের নাম নিবে এবং তার উপর ভিত্তি করে নিচের মেসেজ প্রিন্ট করবে।
    • যদি মাসের নাম November হয় তাহলে প্রিন্ট করবে, Winter is comming.
  2. যদি November না হয়, তাহলে প্রিন্ট করবে, You better stay in South.

হিন্টস : date(‘F’, time()) এইটা ব্যবহার করে অাপনি, মাসের নাম নিতে পারবেন।

2.ধরুন অাপনি Zimbabwe এর একজন বাসিন্দা । অাপনার বন্ধু বিভিন্ন দেশে ঘুরে ঘুরে খেলা দেখে । সে অাপনাকে একদিন বলল, ” ওমুক দেশটা খুব সুন্দর “। বন্ধুর কথা শুনে, অাপনার ঐদেশে ঘুরতে যেতে ইচ্ছে হল। কিন্তু সে অাপনাকে দেশেটির নাম বলেনি। বরং অাপনাকে একটি চিরকুট দিল। যাতে লেখা – “Bangladesh is beautiful country” । এবং সে অাপনাকে কতগুলো দেশের নামের লিস্ট দিল যেগুলো হল -“England”, “Bangladesh”, “Sri Lanka”, “India” ।

এখন এই দুটো তথ্যের উপর ভিত্তি করে অাপনাকে ঐদেশের নাম কি সেটা বলতে হবে।

হিন্টস : স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করার জন্য explode() ফাংশনটি ব্যবহার করতে পারেন। ডিটেইলস :http://php.net/manual/en/function.explode.php

অামরা পরবর্তিতে অারোও এক্সারসাইজ দেয়ার চেষ্টা করব।

মন্তব্য